মৌলিক কার্যক্রম
মৌলিক কার্যক্রম
১. ঈমান ও আমলের উন্নতির মেহনত এবং ঐক্য, সম্প্রীতি, আত্মীতার সম্পর্ক রক্ষা, ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখার প্রচেষ্টা।
২. পারষ্পারিক সাহায্য সহযোগীতা ও সাধ্য অনুযায়ী খেদমতে খালক (জনসেবা)
৩. ইলমে দ্বীনের হেফাজতে আত্মনিয়োগ করা।
৪. মাসিক ইজতেমা ও ইসলাহী প্রগ্রাম।
৫. বিভাগওয়ারী দাওয়াতুল হক এর বাৎসরিক ইজতেমা ও ইসলামী সম্মেলন।
৬. বড় উস্তাদজী (রহ.) এর উত্তম আদর্শ বাস্তবায়ন করা ও অব্যহত রাখা।