গঠনতন্ত্র

গঠনতন্ত্র

১. সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্ধারিত ফী প্রদান করতঃ সদস্য ফরম পূরণ করে এই ফাউন্ডেশনে যুক্ত থাকতে হবে।
২. মাসিক ইয়ানত যথাসময়ে পরিশোধ করে ফাউন্ডেশনের চাকা সচল রাখতে হবে।
৩. বিভিন্ন প্রগ্রাম বাস্তবায়নের জন্য সবাইকে সাধ্যমত আর্থিক ও শারীরিক সহযোগীতা করতে হবে।
৪. ফাউন্ডেশনের দ্বারা ব্যাক্তি স্বার্থ হাসিল করার চিন্তা করা যাবেনা।
৫. সম্মিলিত সিদ্ধান্ত ও সমর্থন ছাড়া ফাউন্ডেশনের নামে কোন কার্যক্রম চলবেনা।
৬. সকল প্রগ্রামে বড়দেরকে সম্মান প্রর্দশ পূর্বক সর্বাগ্রে স্থান দিতে হবে।
৭. বহিরাগতদের ষড়যন্ত্র মোকাবেলায় নিজেদের ছোটখাটো মতভেদ দামাচাপা দিয়ে ঐক্যবদ্ধ মোকবেলা করতে হবে।
৮. দুইজনের মাঝে টানাপোড়েন দেখা দিলে সমাধানের জন্য অন্যদের উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে।
৯. বড় ছোট সকলের মেধা ও প্রতিভার মুল্যায়ন করে তা কাজের লাগানোর ফিকির করতে হবে।
১০. ফাউন্ডেশনের সকলের সম্মিলিত সিদ্ধান নিজের মতের বিরুদ্ধে গেলেও তা মেনে নেওয়ার প্রবণতা তৈরি করতে হবে।
১১. আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী আদর্শ ধারণ করে এই ফাউন্ডেশনে সংযুক্ত থাকতে পারবেনা।
১২. আয় ব্যয়ে সর্বাধিক সতর্কতা ও স্বচ্ছতা থাকতে হবে। এ ব্যাপারে কোন গুজামিল থাকতে পারবে না। কোন অসংগতি দেখা দিলে যেকেউ আদবের সাথে আপত্তি উত্থাপন করতে পারবে।
১৩. আর্থিক লেনদেন সংরক্ষণ করণে বিশ্বস্ত সদস্যদের দ্বারা তিন সদস্যের নামে একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে।
১৪.কারো দ্বারা ফাউন্ডেশনের ক্ষতি হলে ফাউন্ডেশন কর্তৃপক্ষ কর্যকরী ব্যবস্থা গ্রহন করতে পারবে।
১৫. পদ ও পদবীর জন্য কেউ ঝগড়া ঝাটি করতে পারবেনা। সকলের সিদ্ধান্তে যে রায় আসে তাই মেনে নিতে বাধ্য থাকবো।
১৬. আল্লাহর সন্তুষ্টির জন্য সকল কাজ করবে।